
অনলাইন ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুর ১২টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সাথে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এসময় রুহুল কবির রিজভীর সাথে ছিলেন দলের সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়া আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামসহ অনেকে।
এর আগে রোববার বিএনপি মহাসচিব হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলেও জানানো হয়েছে।
চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। তবে, তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন