
অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফের ‘স্বৈরাচারী’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশে জেলেনস্কির জনপ্রিয়তা নেই। ট্রাম্পের এই মন্তব্যের পর তার পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। এদিকে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ট্রাম্পের সহযোগীরা আলোচনা করছেন বলে একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
ট্রাম্প যা বলেছেন
জেলেনস্কিকে স্বৈরাচারী উল্লেখ করে ট্রাম্প ফ্লোরিডার একটি অনুষ্ঠানে বলেছেন, ‘জেলেনস্কি একটা জিনিসই ভালো পারেন, সেটা হলে জো বাইডেনের সুরে সুর মেলাতে।’ এর কয়েক ঘণ্টা পর তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘জেলেনস্কি নির্বাচন হতে দিচ্ছেন না। ইউক্রেনের সমীক্ষায় তার জনপ্রিয়তা কম। যখন দেশের প্রতিটি শহর ধ্বংস হচ্ছে, তখন কী করে তা বেশি থাকতে পারে?’
তিনি ইউক্রেন থেকে রেয়ার আর্থ খনিজ নিয়ে আসার চেষ্টায় জেলেনস্কির বাধাদানের প্রসঙ্গও তোলেন। ট্রাম্পের অভিযোগ, ‘জেলেনস্কি এই চুক্তি ভাঙছেন।’ ট্রাম্প বলেছেন, ‘জেলেনস্কি ভয়ংকর কাজ করেছেন। তার দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের চেষ্টায় রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে সফল হয়েছে।’ হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে, জেলেনস্কি যে মন্তব্য করেছিলেন, ট্রাম্প তারই প্রতিক্রিয়া জানিয়েছেন।
জেলেনস্কির প্রতিক্রিয়া
ট্রাম্পের প্রবল সমালোচনার মুখে পড়ে জেলেনস্কি বলেছেন, বিশ্বের সামনে একটাই বিকল্প আছে, হয় পুতিনের সঙ্গে থাকুন অথবা শান্তির পক্ষে থাকুন। এর আগে জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া সমানে ভুয়া তথ্য প্রচার করছে। নেতা হিসেবে ট্রাম্পের প্রতি সম্মান জানিয়ে বলছি, তিনি ঐ ভুয়া তথ্যের জগতে বাস করছেন।’ ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, কয়েক বছর ধরে রাশিয়া একঘরে হয়েছিল। কিন্তু আমেরিকা সেখান থেকে বেরিয়ে আসার জন্য রাশিয়াকে সাহায্য করল।
ইউরোপের প্রতিক্রিয়া
ট্রাম্পের মন্তব্য মেনে নিতে পারেননি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলত্স, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারসহ ইউরোপের নেতারা। এই পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়া নিয়ে মার্কিন দূত কিথ কেলগ গতকাল বৃহস্পতিবার কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে দেখা করেন।
শলত্স বলেছেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল ও ভয়ংকর কাজ।’ স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে বলেছেন, তিনি তাকেই সমর্থন করছেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা গতকাল ব্রাসেলসে এক বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে একত্র হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সতর্ক করে বলেছেন যে ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইউক্রেনকে পুনরায় অস্ত্র সরবরাহ করার প্রসঙ্গটিও আলোচনায় ছিল। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট অংশ নিয়েছেন। গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বেড়েছে।
জেলেনস্কির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোপন আলোচনা
ট্রাম্প প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন সদস্য প্রেসিডেন্ট জেলেনস্কির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছেন। নাম প্রকাশে রাজি না হওয়া একাধিক সূত্রের বরাত দিয়ে গতকাল মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের তিন এমপি ও রিপাবলিকান পার্টির পররাষ্ট্রনীতি বিষয়ক এক বিশেষজ্ঞ পলিটিকোকে জানিয়েছেন, ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো ও সাবেক প্রেসিডেন্ট পিওতর পোরোশেঙ্কোর সঙ্গে আলোচনায় নির্বাচনের পথ খোলা নিয়েই কথা হয়েছে। —বিবিসি ও ডয়চেভেলে