
অনলাইন ডেস্কঃ
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (০২ জুলাই) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ মহররম ১৪৪৭ হিজরি (০৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তবে দেখা যায়, এ মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে, যা মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে এবং নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি তৈরি করে। এ ছাড়া মিছিলে আতশবাজি ও পটকা ফোটানোও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ব্যাহত করে।
এতে বলা হয়, এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।