
অনলাইন ডেস্কঃ
পাকিস্তান সিরিজের টিভি সত্ত্ব বিক্রির বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আলোচনায় বসতে পারেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।
পাকিস্তানের বিপক্ষে মিরপুরে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। তিন ম্যাচের খেলা দেখানোর জন্য ৪ কোটি টাকা চেয়েছিল ক্রিকেট বোর্ড। কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি।
বিসিবির একাধিক সূত্র বলছে, উদ্ভূত পরিস্থিতিতে টাকার পরিমাণ কমানোর কথা ভাবছে বোর্ড। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার। আনানুষ্ঠানিকভাবে জানা তথ্য অনুযায়ী, কিছু পরিচালক বিসিবিতে আসবেন। যারা ঢাকার বাইরে, তারা যুক্ত হবেন অনলাইনে।
এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। দুই টেস্টের জন্য টিভি স্বত্ব বিক্রি করতে না পারায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিতে খেলা দেখায়।
প্রসঙ্গত, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।