
অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।
ফ্লাইট শিডিউলের সাপেক্ষে কয়েকদিনের মধ্যে এ উপহার পৌঁছানো সম্পন্ন হবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভারত, পাকিস্তান ছাড়াও ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ এ আম পাঠানো হবে।
এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে এসব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে।
পাশাপাশি ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও আম পাঠানো হবে।