
অনলাইন ডেস্কঃ
খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাত্র চার দিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মগোপনের জন্য ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রায়হান খুলনার দৌলতপুর এলাকায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।