
অনলাইন ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় ধানমন্ডির নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল মান্নান তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, মরহুমের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।
আবদুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।