
অনলাইন ডেস্ক:
আজ বিকেল ৪ টা থেকে নাগরিক আন্দোলন খুলনার পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ময়লাপোতা মোড়, সোনাডাঙা বাসস্ট্যান্ড ও শিববাড়ি মোড়ে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়, নাগরিক আন্দোলন খুলনার পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে এই কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে নগরীর বিভিন্ন জায়গায় নাগরিক আন্দোলন খুলনার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে।