
বিনোদন ডেস্কঃ
প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাওয়া মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’য় নায়ক আহান পান্ডের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। এ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডের। আর এ জুটি ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে সাড়া জাগিয়েছে। এবার নিজের ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে বলি জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে প্রিয় ‘অভিনেত্রী’ বলে সম্বোধন করলেন অনিত পাড্ডা।
সম্প্রতি আলিয়া ভাট ‘সাইয়ারা’ দেখে নিজের সামাজিক মাধ্যমে এক প্রশংসাসূচক বার্তা পোস্ট করেছেন। সিনেমার দুই অভিনয়শিল্পী আহান পান্ডে ও অনিত পাড্ডার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, দুজন জাদুকরী তারকা। এ বার্তায় স্পষ্ট ছিল— নবীন তারকাদের প্রতি আলিয়ার আন্তরিক ভালোবাসা ও সম্মান।
এমন সুসংবাদে অভিনেত্রী অনিত পাড্ডা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন—ইচ্ছে হয়, তোমার জন্য যে অনুপ্রেরণা, ভালোবাসা, বিস্ময় আর কল্পনার মুহূর্ত আমি অনুভব করেছি, সব একটা বাক্সে ভরে তোমাকে দিয়ে দিই। আলিয়া ভাট, তুমি আমার নায়িকা। চিরকাল এবং চিরদিন।
এ পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। আলিয়ার ভক্ত-অনুরাগীরা অনিত পাড্ডার সরল আবেগকে সাদরে গ্রহণ করেছেন।
এর আগে ২০২২ সালে অভিনেত্রী অনিত পাড্ডা রেভতীর পরিচালনায় কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানে তিনি নন্দিনী চরিত্রে ছিলেন। তবে ‘সাইয়ারা’ সিনেমাটি তার প্রথম এবং প্রধান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। এটি দিয়ে তিনি নজর কাড়েন চলচ্চিত্রাঙ্গনে। সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে।
উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে ১৮ জুলাই। এ সিনেমায় আহান পান্ডে ও অনিত পাড্ডার অনবদ্য রসায়ন ও মোহিত সুরির পরিচালনায় গল্পের গতি ইতোমধ্যে দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি দুই আয় করেছে ৪৪ কোটি রুপি।