
অনলাইন ডেস্কঃ
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতির কাছে লেখা তার চিঠিতে জগদীপ ধনখড় বলেছেন,’স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।’
চিঠিতে ধনখড় বলেন, ‘ভারতের মহামান্য রাষ্ট্রপতির অটল সমর্থন এবং আমার মেয়াদে আমরা যে শান্তিপূর্ণ ও চমৎকার কর্মসম্পর্ক বজায় রেখেছি তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত মন্ত্রী পরিষদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য এবং আমার দায়িত্ব পালনকালে আমি অনেক কিছু শিখেছি।’
উল্লেখ্য, ২০২২ সালের ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারান তিনি। এরআগে ধনখড় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল ছিলেন। সূত্র: এনডিটিভি