
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপি’র চলমান নতুন সদস্য সংগ্রহ অভিযানে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, দলে কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য করা হলে শুধু তাকেই বহিষ্কার করা হবে না, সুপারিশকারী পুরো ওয়ার্ড কমিটিকেই ভেঙে দেওয়া হবে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় খালিশপুর থানার অর্ন্তগত ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।
শফিকুল আলম মনা বলেন, যারা আওয়ামী লীগের দোসর, যারা স্বৈরাচারের সহযোগী হিসেবে জনগণের ওপর নির্যাতন করেছে, যারা মাদকসেবী কিংবা অন্যের জমি-দোকানপাট দখলকারী-তাদের কোনো অবস্থাতেই বিএনপি’র সদস্য করা যাবে না। কোনো ফাঁকফোকর দিয়ে এ ধরনের বিতর্কিত ব্যক্তিরা দলে ঢুকে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র দল বা গ্রুপ ভারী করার জন্য যাচাই-বাছাই ছাড়া কাউকে সদস্য না করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।
বিশেষ অতিখির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। আমরা এমন একজন নেতার দল করি, যিনি ক্ষমতাকে জনগণের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচির মতো জনকল্যাণমূলক কাজের কথা স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামের প্রশংসা করেন।
৯ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ের কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এ কে এম আবুল কালাম, খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, শেখ আব্দুল হালিম, জাহিদুর রহমান জাহিদ, আনজিরা খাতুন, অ্যাড. তারেক কাজী, শেখ বাসেত আলী মিঠু প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো।