
অনলাইন ডেস্কঃ
খুলনা সদর থানা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে আগামী ৬ আগস্ট খুলনায় অনুষ্ঠিত বিজয় মিছিল স্মরণকালের বৃহত্তম জনসমাগমে রূপ নিবে। এই মিছিলের মাধ্যমেই জানান দেয়া হবে বিএনপিই গণমানুষের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে সদও থানা বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, একদিনে আন্দোলন হয় না। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে। দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরো বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন ৬ আগস্টের মিছিলে উপস্থিতি জানান দিবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। আমরা বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। ৩৬ জুলাই আমাদের আন্দোলনের ফসল।
সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, শফিকুল ইসলাম শাহীন, মনিরুজ্জামান মনির, আবু সাঈদ শেখ, আফসার উদ্দিন মাস্টার, ওয়াহেদুজ্জামান দীপু, এড মশিউর রহমান নান্নু, হারুন অর রশীদ, ইফতেখার হোসেন বাবু, মো. জলি, জাহাঙ্গীর হোসেন, মনজুরুল আলম, আমিন আহমেদ, বায়েজিদ হোসেন, নাজমুস সাকিব, সওগতুল আলম ছগির, নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম খান জুয়েল, মেশকাত আলী, শেখ সরোয়ার, সৈয়দ আজাদ, মফিজুর রহমান, বাবুল রানা, মাফিজুল সরদার, জমির হোসেন দিপু, মুরাদ হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, মেহেদী হাসান লিটন, হুমায়ুন কবির চৌধুরী, মঈনুল ইসলাম কিরন, মঈন উদ্দিন, ফয়েজ আহম্মেদ, শাহিনুল ইসলাম, ময়েজ উদ্দিন চুন্নু, মীর কবির হোসেন, আলমগীর আজাদ মিলন, জিয়াউর রহমান আপন প্রমুখ।