
অনলাইন ডেস্কঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাল নথিপত্র নিয়ে একা কিছু করা যাবে না। একটা দেশে যদি কয়েক লাখ মানুষ বিদেশে যেতে জাল নথি তৈরি করে তাহলে কিছু করার থাকে না। ইউরোপের যাওয়া একজন অন্য দেশে গিয়ে অন্যায় করলে তার প্রভাবও বাকি দেশগুলোর ওপর পড়ে।
বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বছরের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিক প্রেরণ ও তাদের সুরক্ষা নিশ্চিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এক বছরের মধ্যে প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্স সংগ্রহে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে দৃশ্যমান প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য ও আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে কাজ চলছে। পাশাপাশি নারী শ্রমিকদের নিয়মিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়ায় বিভিন্ন দেশে আটকের পর দেশে ফেরত আসাদের মধ্যে অনেককে আবার পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে।