
অনলাইন ডেস্কঃ
খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পুর্নাঙ্গ প্যানেল নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (২০ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মিলটন-তরিক পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলটন, ভাইস চেয়ারম্যান মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সেক্রেটারি তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ডাইরেক্টর মোস্তফা সরোয়ার, হাসান আহমেদ মোল্লা, রকিব উদ্দিন পান্নু ও বিমল সাহার নেতৃত্বে খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি গতিশীল ও শক্তিশালী হবে; যা সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। নেতৃবৃন্দ সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।