
অনলাইন ডেস্কঃ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাঁচ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচার শুরুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন।
এদিন সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়া, আজ চানখারপুলে ৬ জন হত্যার অভিযোগে মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আজ সাক্ষী দেবেন দুজন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৬ জন।