
অনলাইন ডেস্কঃ
নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫ এর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মামলার অনুমোদন দেয় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করবেন।
মামলার অন্য আসামিরা হলেন, কর অঞ্চল-৫ এর অতিরিক্ত কমিশনার গোলাম কবীর ও উপ-কর কমিশনার লিংকন রায়।
দুদক জানায়, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে ধামশুর ইকোনমিক জোনের কাছে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা কর দাঁড়ায়। তখন কর কর্মকর্তা বদলি হলে নতুন কর্মকর্তা কর পরিবর্তন করে দেন। এছাড়া, মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে ফেলা হয়।