
অনলাইন ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চাম্পাতলি গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭) এবং একই গ্রামের নবাব আলীর ছেলে রকি মিয়া (২৮)। তারা দুইজনই অটোভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় ভ্যানচালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দুইজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান গোবিন্দগঞ্জ পৌর শহর থেকে ফাঁসিতলার দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ্যানচালক উল্টোপথে যাচ্ছিলো বলেও দাবি করেন স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরস্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।