
অনলাইন ডেস্কঃ
এখন থেকে র্যাপিড (Rapid)ও এমআরটি (MRT Pass) কার্ডে ন্যূনতম ১৮ টাকা ব্যালেন্স না থাকলে মেট্রো রেলে এন্ট্রি করা যাবে না। মেট্টোরেল কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।
আগে কার্ডে শূন্য টাকা টাকা ব্যালেন্স থাকলেও ভ্রমণ শুরু করা যেতো এবং বের হওয়ার সময় রিচার্জ করলেই হতো। অর্থাৎ, নতুন নিয়ম অনুযায়ী কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স ছাড়া ভ্রমণ করা সম্ভব হবে না।
প্রসঙ্গত, এমআরটি পাস কার্ডে অতিরিক্ত টাকা রিচার্জ করলে তা আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, কার্ড হারিয়ে গেলে বা ব্ল্যাকলিস্টেড হলে বর্তমানে এমআরটি এর রিপ্লেসমেন্ট বা রি-ইস্যু সেবা বন্ধ রয়েছে। কবে এটি চালু হবে, সে বিষয়েও কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারছেনা।