
অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার মূল দায় ইউরোপের।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপে ইউরোপকে ইউক্রেন ইস্যুতে আরও সক্রিয় হতে বলেছিলেন। তবে যুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ আসছে মূলত মার্কিন ট্রান্স-আটলান্টিক মিত্রদের কাছ থেকে, যারা যে কোনো শান্তি চুক্তির পরে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার চেষ্টা করছে।
ট্রাম্পের অপ্রত্যাশিত ইউক্রেন কূটনীতির সাম্প্রতিক মোড় এসেছে একদিন পরে, যখন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে কথা বলবেন।
এছাড়াও, ট্রাম্প বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন, সঙ্গে অন্যান্য ইউরোপীয় নেতারাও ছিলেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট পরে জানান, আলাপে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ এবং রাশিয়ার অস্ত্রের অর্থ বন্ধ করার’ বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
এই মন্তব্য এসেছে এমন সময় যখন ইউক্রেন-রাশিয়া সংঘাতের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতি ও শান্তি উদ্যোগ কিছুটা স্থবির অবস্থায় আছে। ট্রাম্প ও পুতিন উভয়ই ইউরোপীয় দেশগুলোর ভূমিকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে এবং ইউক্রেন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।
সূত্র: সিএনএন নিউজ।