
অনলাইন ডেস্কঃ
গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।
শামীর হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, যারা মব সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কোন আনইগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোন মামলা নেয়া হচ্ছে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি দেশের সরকার চলতে পারে না এবং দায়ও এড়াতে পারে না।
গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়ে জাপার এ নেতা বলেন, আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য গণঅধিকার পরিষদ কোনভাবেই দায় এড়াতে পারে না।
তিনি আরও বলেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়ার কর্মসূচি দেয় তার কোন রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে।
সরকারের কাছে দাবি জানিয়ে জাপার মহাসচিব বলেন, সরকার যদি আইন ও ন্যায় বিচারের শাসক হয়ে থাকে, তাহলে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।
এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।