
অনলাইন ডেস্কঃ
গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবির ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তার স্ত্রী লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তিন সড়ক এলাকায় পুলিশ লাইন্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত পৌনে ৯টায় দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে নিজের ব্যক্তিগত প্রাইভেটকার থামিয়ে স্ত্রীসহ বিআরটি লেনের উপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা পথের সাথী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা।
পরে গুরুত্বর আহত অবস্থায় তাদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নওগাঁ জেলার ডিবি ওসি মুস্তাফিজ হাসানের। স্ত্রী লতিফা জেসমিনের অবস্থা গুরুতর হুওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নওগাঁ ডিবি ওসি মোস্তাফিজ হাসানের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।