
অনলাইন ডেস্কঃ
চীন সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ং-এ ট্রেন থেকে নামতে দেখা যায় তাকে।
গত মঙ্গলবার চীনের ‘ভিক্টরি ডে’র আয়োজনে অংশ নিতে যান কিম। পারিবারিক প্রথা মেনে উড়োজাহাজের পরিবর্তে ট্রেনকেই বেছে নিয়েছেন তিনি। এই সফরে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কিম। যাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীন সফরে কিমের সঙ্গী ছিলেন তার মেয়ে কিম জু এই। এ অনুষ্ঠানে তার উপস্থিতি জল্পনাকে আরও নতুন মাত্রা দিয়েছে যে, তিনি হতে চলেছেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি।