
অনলাইন ডেস্কঃ
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ রোববার (৭ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।
তারা জানায়, বিভিন্ন স্টেশনের নিচে গড়ে উঠেছে অবৈধ নানা দোকানপাট। যেগুলো মেট্রোরেল যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করে। সেগুলোর বিরুদ্ধেই এই কঠোর অবস্থান।
কর্তৃপক্ষ আরও জানায়, গতকাল ভ্রাম্যমাণ এসব দোকান সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছিল। যারা সরায়নি তাদের দোকানগুলো আজ ভেঙে ফেলা হয়েছে।
অপরদিকে, দোকান ভাঙার খবরে আগারগাঁও স্টেশনের নিচে আসেন বেশ কয়েকজন। দোকান ভাঙচুর দেখে ক্ষোভ জানান তারা। তবে, পর্যায়ক্রমে সব মেট্রো স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।