
অনলাইন ডেস্কঃ
দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। এ সময় দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরেও গণতন্ত্র থেকে সরেনি বিএনপি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই ৩১ দফা ঘোষণা করা হয়েছে।
এদিকে, দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।