
অনলাইন ডেস্কঃ
রংপুর মহানগরী থেকে ১০টি একনলা বন্ধুক এবং ৩৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নগরীর শুটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তায় তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির জব্দ তালিকা তাজহাট থানায় জিডি মিলে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কারা সেখানে ফেলে রেখে গেছে আর কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান। জব্দকৃত এসব একনলা বন্দুক ব্যাংক ও বীমাগুলোতে নিরাপত্তা প্রহরীরা ব্যবহার করে থাকেন বলে জানান তিনি।