
অনলাইন ডেস্ক:
খুলনার ফুলতলা উপজেলা আসাদ রফিক পাঠাগারের উদ্যোগে সুধীজনদের সাথে মতবিনিময় সভা আজ বেলা ১২টায় পাঠাগারে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ শফিউল সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ওয়াহিদুজ্জামান নান্না’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপির ঘোষিত ধানের শীষের প্রার্থী আলী আজগর লবি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি. মনির হাসান টিটো, জেলা বিএনপির অন্যতম সদস্য ওয়াহিদ হালিম ইমরান।
অন্যান্যরর মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, মাস্টার সন্দীপন রায়, আব্দুল হালিম বিশ্বাস, আবু সাঈদ কবির, মোঃ ইব্রাহিম সরদার, মোহাম্মদ সিরাজ মোড়ল, আব্দুর রউফ গাজী, মোহাম্মদ সাইদুল ইসলাম, কাজী বাবলু, খন্দকার তবিবুর রহমান তুহিন, জায়েদ হাসান লাভলু প্রমূখ।
সভায় তিনি বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ও আমার দল জনসাধারণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাবো।
সভা থেকে তিনি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সুধীজনদের কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।