
অনলাইন ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নবনির্বাচিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।
মাজহারুল ইসলাম বলেন, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ২০ জনকে হাজার হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছে শিক্ষার্থীরা। আমরা মনে করি তাদের আমাদের নির্বাচিত করা এটি কোনও উৎফুল্ল হওয়া বা আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার জায়গা ঘটানোর কোনও জায়গা নয়। আমরা মনে করি শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অধিকার আদায়ের আমানত প্রদান করেছে। আমরা এই আমানতের ভার যেদিন বাস্তবায়ন করবো এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি নিবো সেদিনই আমরা মনে করবো আমরা জয়লাভ করেছি। এ সময় বিশ্ববিদ্যালয়য় শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, যে সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে, পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থীবান্ধন কর্মকাণ্ড পরিচালনা করবো। জাকসু নির্বাচনে যারা নির্বাচিত হননি তাদেরকেও বলবো আমরা একসঙ্গে কাজ করতে চাই।
এ সময় কেন্দ্রীয় মসজিদে শুকরানা সিজদা ও দোয়া মাহফিল করবেন তারা এমনটাও জানান তিনি।