
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে প্রকাশিত অন লাইন নিউজ পোর্টাল প্রথম সময় নিউজ ডটকমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক শাহীন রহমানের পিতা আব্দুর রহমান চৌধুরীর অবস্থা সুস্থতার পথে, ৮৫ বছর বয়স্ক সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান চৌধুরীর গতরাতে প্রায় তিন ঘন্টা ধরে স্থানীয় খুলনা ইসলামিয়া হাসপাতালে হার্নিয়ার অপারেশন সম্পন্ন হয়।
বয়োবৃদ্ধ হওয়ায় তার অপারেশন প্রক্রিয়া জটিল ছিলো। তিন ঘন্টা ধরে তার অপারেশন চলে। বাগমারা নিবাসী আব্দুর রহমান চৌধুরী তার চাকরি জীবনে জনতা ব্যাংক খুলনার হাজি মহসিন, কেডিএ এবং কেডি ঘোষ রোড শাখায় ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। পরে একই ব্রাঞ্চে ২০০৪ সালে তিনি এজিএম প্রমোশন নিয়ে অবসরে চলে যান। সাংবাদিক শাহীন তার পিতার জন্য সবার দোয়া কামনা করেছেন।