
অনলাইন ডেস্কঃ
মাদকবিরোধী জাতীয় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চলতি সেপ্টেম্বর মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা করেছে কারা অধিদপ্তর। এ লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দেশের সব কারাগারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক সমস্যা বর্তমানে বৈশ্বিক সংকট হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশেও এর বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। দেশের কারাগারও এই প্রভাবের বাইরে নয়। এ পরিস্থিতিতে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কারা অধিদপ্তর বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে।
এতে আরও জানানো হয়, কারাগারে আগত দর্শনার্থী, বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কারাবন্দি ও কর্মচারীদের মধ্যে সন্দেহভাজনদের ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। এতে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হবে।
কারা অধিদপ্তর জানিয়েছে, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে তাদের পুনর্বাসনে আধুনিক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।