
অনলাইন ডেস্কঃ
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৬ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে ১৬ জন টেঁটাবিদ্ধসহ মোট ৩৪ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, গোলাপ মিয়া ও আকবর মিয়ার দুই পক্ষের আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় নানা অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক। অভিযান চলিয়ে বিপুল পরিমাণ টেটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।