
অনলাইন ডেস্কঃ
আজ থেকে শুরু হচ্ছে জাতিংসঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত পর্যন্ত চলবে বিশ্বনেতাদের বিতর্ক পর্ব।
উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র-সরকারপ্রধানসহ প্রতিনিধিরা।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াই এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মূলপর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের অধিবেশনের।