
অনলাইন ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের নিরাপত্তা বিধান করার দায়িত্ব যাদের ছিল, একইসাথে তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করারও কথা। কিন্তু এই হামলা প্রমাণ করে, তারা সফররত রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের ওপর গত ১৫ বছর এক ফ্যাসিবাদী শাসন কায়েম করা আওয়ামী লীগ তার নিপীড়ক চরিত্র যে বহাল রেখেছে, এই ধরনের আক্রমণ বারবার হওয়া তারই প্রকাশ। একইসাথে সরকারের বিভিন্ন অংশ বিশেষভাবে আমলাতন্ত্রে কোন সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের সহযোগীদের বহল করা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কী ভূমিকা রাখছে, সেটাও খতিয়ে দেখতে হবে।
বিবৃতিতে গণঅভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থের ব্যাপারে কাজ করার আহ্বান জানানো হয়। বলা হয়, ফ্যাসিবাদীরা যেন নতুন করে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে ও বিভক্তির সুযোগ নিতে না পারে।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান নেতৃবৃন্দ।