
অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এই দলটিকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়, তাহলে এটাই তাদের কাল হবে।
এদিকে শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন জানিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আমরা এখনো অটল আছি।
দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। এদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের নিয়ে শুরু হচ্ছে ইসির সংলাপ। সংলাপের প্রথম দিন থাকবে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।