
অনলাইন ডেস্কঃ
আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের জন্য প্রস্তাবিত ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নে এক তৃতীয়াংশ নারী রাখার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে ফোরামটির প্রতিনিধিরা।
লিখিত প্রস্তাবনায় বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নারীদের জন্য প্রস্তাবিত ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিধান প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ আসনে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করতে হবে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুযায়ী নারীর রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে। পাশাপাশি গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।
নেতারা বলেন, মাঠপর্যায়ে এখনো নারীরা নানা ধরনের সামাজিক ও আর্থিক বাধার মুখোমুখি হচ্ছেন। যা দূর করা না গেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয়।
বৈঠকের উভয় পক্ষই নারীর রাজনৈতিক অধিকার সুদৃঢ় করতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।