
স্পোর্টস ডেস্কঃ
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে থাকলেও দ্বিতীয় টেস্টেও চ্যালেঞ্জ দেখছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সকাল ১০টায়।
ভারতের সঙ্গে টেস্ট ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠেও চিত্রটা বদলায়নি বাংলাদেশের। মিরপুরে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে স্বাগতিকদের ঘুরে দাঁড়াতেই হবে কাল।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর বাতাসে ভাসে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার খবর।
সোমবার সংবাদ সম্মেলনে শান্তর কাছ থেকে কিছু জানা যেতে পারে, এই অপেক্ষা ছিল সংবাদকর্মীদের। কিন্তু সবাইকে অবাক করে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ দলের প্রতিনিধি বলেন, শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দল।
প্রথম টেস্টে বাংলাদেশের হারের বড় কারণ প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হওয়া। তবে অতীতকে পেছনে ফেলে দলগত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাইজুলদের।
চট্টগ্রাম টেস্টের আগে আলোচনায় সাগরিকার উইকেট। সোমবার সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক জানান, যেমন উইকেটই হোক, জয়ের দিকেইা নজর দক্ষিণ আফ্রিকার।
সাগরঘেঁষা সাগরিকা স্টেডিয়ামে সফরকারী দলের সামনে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে গরম। তবে সে প্রস্তুতিও রাখছে দক্ষিণ আফ্রিকা।