
বিনোদন ডেস্কঃ
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ। তাই দিনটি তার ভক্তদের কাছে যেন উৎসবের দিন। এদিন গোটা মুম্বাই জুড়ে চলতে থাকে কিং খানের জন্মদিনের সেলিব্রেশন। এখানেই শেষ নয়, পাশাপাশি গোটা দেশজুড়ে নানা ফ্যান ক্লাব আয়োজন করে শাহরুখ খানের জন্মদিনের পার্টি।
শনিবার ৫৯-এ পা দেবেন শাহরুখ। ‘মান্নাত’ জুড়ে তাই খুশির আমেজ। গোটা বাংলো সাজানো হয়েছে বাহারি আলো দিয়ে। বোঝা যাচ্ছে, বেশ রাজকীয়ভাবেই পালিত হতে চলেছে শাহরুখের জন্মদিন। কিং খানকে এই বিশেষ দিনে কাছ থেকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্ত হাজির হয়ে যান মান্নাতের সামনে। স্বামীর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে থাকেন গৌরী খান।
শোনা যাচ্ছে, শাহরুখ-পত্নী নিজে ফোন করে গোটা বলিউডকে পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছেন। মান্নাতেই হবে সেই বিশেষ পার্টি। তার আগেই আলোর রোশনাইয়ে মুড়েছে শাহরুখের বাংলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বার যদি কেউ সেই বাড়ির দিকে তাকায়, তা হলে নাকি চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনটাই দাবি করেছেন মুম্বাইয়ের এক বাসিন্দা। শুধুই দাবিই করেননি, তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণও দিয়েছেন। মান্নাতের বাইরের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
জন্মদিনের দিনটিতে মান্নাতের ব্যালকনিতে এসে দাঁড়ান কিং খান। ডায়লগ থেকে শুরু করে সিগনেচার পোজ, সবই করবেন ভক্তদের জন্য। প্রতিবারের মতো এবারও মোতায়েন থাকবে বিশাল সংখ্যক পুলিশ। বিপুল সংখ্যক অনুরাগীদের সামাল দিতে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়।
প্রতিবারই ঘড়ি ধরে রাত ১২টার পর শাহরুখ খান হাজির হন বাইরে। আর সেই মহেন্দ্রক্ষণের জন্যই মুখিয়ে এখন সকলে। আরব সাগরের তীরে শাহরুখের বাংলোজুড়ে এখন উৎসবের মহল।
সূত্র: হিন্দুস্থান টাইমস