
স্পোর্টস ডেস্কঃ
আঙুলে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। খেলতে পারবেন না শেষ দুই ওয়ানডে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, চলতি মাসেই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও মুশফিকের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিক। তাই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে সুবিধা করতে পারেননি। ৩ বলে ১ রান করে আউট হন। ম্যাচ শেষে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে।
দলের সঙ্গে থাকা ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, উইকেটকিপিং করতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে একটি এক্স-রেতে নিশ্চিত হওয়া গেছে, ডিআইপি জয়েন্টের কাছে তার বাম তর্জনীতে একটি চিড় ধরা পড়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এজন্য দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলা হবে না। তার অবস্থা এবং রিকোভারি সময় সম্পর্কে আপডেট যথাসময়ে সরবরাহ করা হবে।’
আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। চিড় ধরা পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘মেডিকেল টিম থেকে যা জেনেছি, তাতে মুশফিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারবে কি না, সন্দেহ আছে। টেস্ট তো খেলতেই পারবে না।