
অনলাইন ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পোপের প্রতি এক বার্তায় পেজেশকিয়ান বলেন, অপরাধী ইসরায়েলি সরকারের আগ্রাসন অব্যাহত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে খ্রিস্টান সরকারগুলোকে উৎসাহিত করুন।
ইরানের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ভ্যাটিকানে অনুষ্ঠিত একটি ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশ নেওয়া একটি ইরানি প্রতিনিধিদল এই বার্তা পৌঁছে দিয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচারের প্রচারে তেহরান ভ্যাটিকানের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকতে প্রস্তুত রয়েছে।
ইরানের সঙ্গে ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সাল থেকে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রেখে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০২২ সালে পোপ ফ্রান্সিসকে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সম্পর্ক একীকরণের অবস্থানের প্রশংসা করে একটি চিঠি দিয়েছিলেন।
এদিকে, ইসরায়েলের আগ্রাসন গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা কি না, গত সপ্তাহে তা খতিয়ে দেখার জোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ নেন না। উত্তেজনা প্রশমনের ওপর জোর দিতেও সতর্ক থাকেন। তবে সম্প্রতি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে নিয়ে সমালোচনা করেছেন তিনি।