
নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালিটি বের হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র-জনতারাও অংশ নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিজয় মিছিলে কয়েক হাজার ছাত্র-জনতা অংশ নিয়েছে। মিছিলটি শহীদ মিনার হয়ে টিএসসি দিকে যাচ্ছে। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এর আগে আজ সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিট শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিজয় র্যালি করার ষোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামীকালকের বিজয় র্যালিতে দলে দলে যোগ দিন। জমায়েত-সকাল ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনার।