
অনলাইন ডেস্কঃ
পেশাগত দায়িত্ব পালনকালে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, ঢাকা থেকে প্রকাশিত প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুনীল কুমার দাসের উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় ১৫-২০জনের একদল দূর্বৃত্ত মারপিট করে তার দুইটি মোবাইল ফোন ও অর্থসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালতের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বিচারক মো. আনিসুর রহমানের আদালতে হাজির করা হয়। এই সময় সাংবাদিক সুনীল দাস আদালতের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের সামনের বারান্দায় দাড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে দুর্বত্তরা পিছন থেকে এসে এলোপাতাড়ি কিলঘুসি মারতে শুরু করে। এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও অর্থসহ মানিব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজ নিয়ে যায়। সুনীল দাস মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বত্তরা পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি খুলনার স্থানীয় দৈনিক ভয়েজ অফ টাইগার পত্রিকার একজন নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন। প্রবীণ এই সাংবাদিক পূর্বে দৈনিক যায়যায়দিন, কালের কন্ঠ, একুশে টেলিভিশন, এসএ টিভি, দৈনিক দেশ, উৎসব টেলিভিশনে সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এই ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা রীতিমতো বিস্মিত ও আতংকিত হয়ে পড়ে।