
অনলাইন ডেস্কঃ
সোমবার সরস্বতী পূজা। হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে।
সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছেন।
এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। পূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা।
ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন হলেও সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। প্রতিবছর এখানকার পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে।
জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াতকলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করতো।