
অনলাইন ডেস্কঃ
দিল্লির ৭০ আসনের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে। তবে ভোটগ্রহণ সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার এক্সিট পোল প্রকাশিত হয়েছে। সাতটির মধ্যে এটি এক্সিট পোলে বিজেপির জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। রিপাবলিক-মেট্রিজ জানিয়েছে, বিজেপি ৩৫ থেকে ৪০টি আসন পেতে পারে। আম আদমি পার্টি পেতে পারে ৩২ থেকে ৩৭টি আসন এবং কংগ্রেস ১টি আসন পেতে পারে। জেভিসি পোলে জানান হয়েছে,বিজেপি ৩৯ থেকে ৪৫টি আসন পেতে পারে। আম আদমি পার্টি পেতে পারে ২২ থেকে ৩১টি আসন এবং কংগ্রেস ২টি আসন পেতে পারে। পিপলস ইনসাইট জানিয়েছে, বিজেপি ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে। আম আদমি পার্টি পেতে পারে ২৫ থেকে ২৯টি আসন এবং কংগ্রেস ১টি আসন পেতে পারে। ২০২০ সালের ভোটের এক্সিট পোলে আমি আদমি পার্টির বিপুল জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। আম আদমি পার্টি পেয়েছিল ৬২টি আসন, বিজেপি পেয়েছিল ৮টি আসন। পরপর দুই বার বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও লোকসভা নির্বাচন গুলিতে বিজেপি সব আসনেই জয়ী হয়েছে। বিজেপি জিতেছিল ২৩ বছর আগে ।
সেবার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ। আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হবে।