
অনলাইন ডেস্কঃ
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এই খবর জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ এজাজ পূর্ণকালীন প্রশাসক হিসেবে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে তিনি বিধি মোতাবেক সম্মানিত ভাতাসহ অন্য ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।