
অনলাইন ডেস্কঃ
আন্তর্জাতিক বার্তা সংস্থায় রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নাহিদের দাবি, আমি রয়টার্সকে বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কঠিন হবে। তাদের বলি নাই নির্বাচন হবে না।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব একথা বলেন।
তিনি বলেন, আমি বলেছিলাম, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা,পুলিশ যে রকম নাজুক অবস্থায় আছে, এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সে জায়গায় আমরা বলেছি, আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে পুলিশিং যে ব্যবস্থা আছে, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই উন্নত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোট হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করবো। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।
তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে।
নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ জানান, আমরা এখন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কাজ করছি। নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারে কাজ করছি। জোটের ব্যাপারে চিন্তা করতে আরও সময় লাগবে।
নির্বাচনের জন্য এনসিপি ‘মানসিকতা ও প্রস্তুতি’ রয়েছে জানিয়ে নাহিদ বলেন, রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করা যাবে। তবে তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে।
নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপট জরুরি উল্লেখ করে নাহিদ জুলাই-আগস্টের খুনিদের বিচার, সংস্কার হওয়ার পর নির্বাচনের দাবি জানান।
এনসিপি জনগণের অর্থে পরিচালিত হবে আবারও জানিয়ে তিনি বলেন, যারা অর্থায়ন করছেন, তাদের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করছি না।
এদিকে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এনসিপি নেতা সারজিস আলমের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের এই বক্তব্যের জবাবে সারজিস বলেন, বসুন্ধরার ঘটনায় পুরো ছাত্রদলকে দায় দেই নাই। তবে তাদের নেতা শাকিল সন্ত্রাসীদের নিয়ে যে কাজ করেছে, এতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো।
আমার বক্তব্যের সঙ্গে নির্বাচন পেছানোর কথা নেই। তবে নির্বাচন পেছানোর ভয় কেন পায় রাজনৈতিক দলগুলো? কেন দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়, প্রশ্ন রাখেন সারজিস।