
অনলাইন ডেস্কঃ
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা ও ৭টি মোবাইলসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে খাশিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চোরখালীর শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল মোল্যা, পুঠিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবর উদ্দিন, একই গ্রামের হাসমত বিশ্বাস, ছেলে নাঈম বিশ্বাস ও স্ত্রী বিনা বেগম।
সেনাবাহিনী মারফতে জানা যায়, লখাসিয়াল-জয়নগর এলাকায় নিয়মিত টহল চলাকালে পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামের একজন চোরকে গ্রামবাসী ধরে সেনাবাহিনী কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, চুরি করা টাকা দিয়ে সে নিয়মিত মাদক সেবন করে। পরে তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী আকবরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্র এবং নগদ ৩৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। রফিকুল নামে এক ডিলারের কাছ থেকে সে এই সকল মাদক সংগ্রহ করে বলে জানায়। পরবর্তীতে সেনাবাহিনী চোরখালীতে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এবিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কালিয়া সেনা ক্যাম্প থেকে ৬ জন আসামি নড়াগাতী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় নড়াগাতী থানায় একটি মামলা হয়েছে।