
অনলাইন ডেস্কঃ
সঞ্চয়পত্রে সুদহার কমেছে। সব ধরনের সঞ্চয়পত্র স্কিমে নতুনভাবে হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ। আর সর্বনিম্ন সুদহার ৯ দশমিক ৭২ শতাংশ।
সবচেয়ে জনপ্রিয় ‘পরিবার’ সঞ্চয়পত্রে এতোদিন সাড়ে সাত লাখ টাকার নিচে পাঁচ বছরের জন্য বিনিয়োগে মুনাফা ছিল ১২ দশমিক ৫০ শতাংশ। এখন কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার ওপরে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। এখন কমিয়ে নির্ধারণ হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।
পেনশনার স্কিমে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগের ক্ষেত্রে আগে সুদহার ছিল ১২ দশকি ৫৫ শতাংশ। এখন কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৮ শতাংশ। আর এই স্কিমে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে আগে সুদহার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। এখন থেকে তা হবে ১১ দশমিক ৮০ শতাংশ। গত জানুয়ারিতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছিল।
নতুন মুনাফার হার পহেলা জুলাই থেকে কার্যকর করতে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের বিপরীতে কয়েকটি শর্তের মধ্যে একটি হচ্ছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমানো। পাশাপাশি এর সুদহার নির্ধারণের ফর্মুলা হবে বাজারভিত্তিক।