
অনলাইন ডেস্কঃ
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের পরবর্তী অ্যাকশন-থ্রিলার ছবি ‘কুলি’– তে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। এ খবর পাওয়ার শুরুর দিকে দর্শকদের মাঝে দেখা দেয় উচ্ছ্বাস। এবার তা আরও বাড়িয়ে দিলো আমিরের ফার্স্ট লুক!
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘কুলি’ সিনেমার ফার্স্ট লুক; যা দেখে রীতিমতো ঝড় উঠেছে দর্শকের মাঝে। কারণ, সেই পোস্টারে আমির খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে; যেভাবে সচরাচর দেখা যায় না।
পোস্টারে দেখা যায়, সাদা-কালো ফ্রেমে চোখে সানগ্লাস, মুখে চুরুট; সঙ্গে গম্ভীর অভিব্যক্তিতে ফুটে উঠেছে চরিত্রের গাঢ়তা। তার এই লুক দেখেই আন্দাজ করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। যেখানে একেবারে আলাদা মেজাজে ধরা দেবেন আমির। ছবিতে তার চরিত্রের নাম ‘দহ’। ছবির প্রযোজনা সংস্থার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় এই লুক।
এই লুক দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমিরকে। কেউ লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত চরিত্র’, আবার কেউ বলছেন, ‘লোকেশ কানাগরাজের পরিচালনায় মিস্টার পারফেকশনিস্ট— একটা স্বপ্নের কম্বিনেশন!’
‘কুলি’ ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। রজনীকান্ত ও আমির খান ছাড়াও এতে অভিনয় করছেন নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসানসহ আরও অনেকে। শোনা যাচ্ছে, প্রায় ৩৭৫ কোটি রুপি বাজেটের এই ছবিই হতে যাচ্ছে বছরের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় সিনেমা।
জানা গেছে, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি; থাকবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষার সংস্করণ।