
অনলাইন ডেস্কঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) রাতে একটি তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি গাছ হেলে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইকচালক আরিফুর রহমান (৩৫), তিনি দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ার বাসিন্দা। অপর দুজনের মধ্যে একজন নারী (বয়স আনুমানিক ৫০) ও একজন পুরুষ (বয়স আনুমানিক ৪৫), যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহতরা হলেন- দুথপাথিলা গ্রামের আল-আমিন (২২), চাঁদপুর সিপিতে কর্মরত দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুরের ফহাদ আহমেদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশুপুত্র ইয়াছিন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, ‘দুজনকে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চারজন ভর্তি রয়েছেন, যাদের একজনের অবস্থা সংকটাপন্ন।’
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।