
অনলাইন ডেস্কঃ
সহিংসতা বেড়েছে। বদলেছে নির্যাতনের ধরনও। বিভিন্ন স্থানে একের পর এক দলবদ্ধ ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তচিন্তকদের ওপর ভয়াবহভাবে হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটছে। নতুন আপদের নাম এখন ‘মব সন্ত্রাস’। এতে আতঙ্কিত, ভীতিগ্রস্ত হয়ে পড়েছে দেশবাসী।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার লালমনিরহাটের পরেশ, বিশু ও রাজবাড়ীর আহম্মদ আলীর নিঃশর্ত মুক্তি এবং কুমিল্লা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে দলবদ্ধ নারী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ আয়োজন করে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের এখন প্রধান কাজ ‘মব’ বন্ধ করা। এটি বন্ধ করা না গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। ভিত্তিহীন মামলায় লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল ও তাঁর ছেলে বিশু চন্দ্র শীল এবং রাজবাড়ীর আহম্মদ আলীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন তারা। একই সঙ্গে বেআইনিভাবে কারাবন্দি ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া সমাবেশ থেকে কুমিল্লা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিত এবং দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা ও মব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে মৌলবাদের আস্ফালনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য দেশ ও জাতির প্রতি আহ্বান জানান বক্তারা।
প্রধান বক্তার বক্তব্যে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর প্রধান উপদেষ্টা মুজিব রহমান বলেন, সারাদেশে আজ মব আতঙ্ক। সরকারের এখন প্রধান কাজ মব বন্ধ করা, মানুষের আইনের অধিকার নিশ্চিত করা, বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি শাহদাৎ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের নারীদের মানবাধিকার, মর্যাদা, সম্মান ও নিরাপত্তার অবস্থা সবাইকে প্রত্যক্ষভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। এর অন্যতম কারণ, একটি গোষ্ঠী নারীকে ঘরবন্দি করতে চাইছে। ওই নারীর প্রতি যা ঘটেছে তা শুধু আক্রোশ থেকেই করা হয়েছে। যেন এসব ভীতিকর অবস্থা দেখে অন্য নারীরাও ঘর থেকে না বের হন।
তিনি আরও বলেন, বর্তমান সময়েও মতপ্রকাশের স্বাধীনতা নেই। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নাগরিক। বিশেষ করে নারীর প্রতি যে ধরনের সহিংসতা ঘটছে, তা স্পষ্ট যে, মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এ অবস্থা প্রতিরোধে সবাইকে একত্রভাবে আন্দোলন শুরু করতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে নারীর প্রতি সহিংসতার ঘটনার রাজনীতিকীকরণ বন্ধ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি জোর দাবি জানান শাহদাৎ হোসেন।
সরকারের উপদেষ্টারা আওয়ামী শাসনামলের চেয়ে বেশি শোষণ করছেন বলে অভিযোগ করেন সংগঠনের উপদেষ্টা মিজান হাকিম। তিনি বলেন– হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ এমন কী নেই, যা এ সময়ে হয়নি। এসব বন্ধ করার দাবি জানান তিনি।
শিক্ষাবিষয়ক সম্পাদক এলিজা রহমান বলেন, ‘এখন বাংলাদেশ যেভাবে চলছে, এভাবে আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি, এভাবে চলতে থাকলে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব। এভাবে চলতে পারে না, এসব বন্ধ করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর বিজ্ঞানবিষয়ক সম্পাদক ফরহাদ ইবনে ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক মুশফিকুল ইসলাম শিমুল, মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশের উপদেষ্টা হারুন-উর রশিদ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্পশ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অলক চৌধুরীসহ আরও অনেকে। সঞ্চালনা করেন মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাদী।