
অনলাইন ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,‘ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ ও জনগণের স্বার্থ। কেউ যদি এই নড়াইলে চাঁদাবাজি করে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ তাকে এই নড়াইলে বয়কট করতে হবে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চে এনসিপি আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজের দল মার্কা যেই হোক না কেনো তার সব থেকে বড় পরিচয় সে চাঁদাবাজ। আমরা আপনাদের কাছে এসেছি আমাদের সহযোদ্ধারা যাদের ঘোষণায় আপনারা রাজপথে নেমেছিলেন ২৪ এর অভ্যুত্থানে তাদের স্লোগানে বাংলার রাজপথ প্রকম্পিত হয়েছিল।
সারজিস আলম আরও বলেন, ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোন ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাব, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ,অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী,জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টি নড়াইল জেলার প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।